সোনারগাঁয়ের মারীখালি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:১১ পিএম
সোনারগাঁয়ের মারীখালি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ের মারিখালী নদীতে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি বুধবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সোনারগাঁ থানার (তদন্ত ওসি) রাশেদুল হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেন। তবে মৃত মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি।

এব্যাপারে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে