গাবতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:১৬ পিএম
গাবতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৩০ এপ্রিল) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।

সম্মেলন উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,  প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার সদস্য সচিব আব্দুর রহমান লেমনের পরিচালনায়   বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, সুরাইয়া জেরিন রনি,

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন ও শাহাদত হোসেন খান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আল আমিন সরকার, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম সাকিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আল আমিন সরকার সিফাত প্রমুখ। সম্মলনে বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW