গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ঐক্য।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম থেকে শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্ট পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের দমন-পীড়ন, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে ভিন্নমতের কোন স্থান নেই।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দাবি জানান, আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মসূচিকে নিষিদ্ধ ঘোষণা করে গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তোলা হোক। মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো: জুবায়ের আহমদ, তাওফিক এলাহী তাকরিম, শান্ত আহমেদ, তাকী হাসান।