মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বার ধাক্কায় তন্ময় (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তন্ময় আকুবপুর গ্রামের একলাছুর রহমানের ছেলে। তন্ময়ের চাচা হাসান হাসানুজ্জামান জানান, হ্যালো ইঞ্জিন চালিত একটি যানবাহন লাটাহাম্বা রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল পিছন থেকে সাধন নামের একজন চালক সেই লাটা হাম্বাকে পিছনে ধাক্কা মারে। এ সময় সাধনের গাড়িতে থাকা তার সহকারী তন্ময় মারা যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানিয়েছেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।