আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত মাত্রায় হর্ন বাজানোর অভিযোগে ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ ও আট ট্রাক চালককে জরিমানা করা হয়। বুধবার (৩০ এপ্রিল) সদর উপজেলার গৌরীপুর এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে আট জন ট্রাক চালককে আট হাজার ৭শ টাকা জরিমানা আদায়সহ ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। সুশীল কুমার দাস বলেন, পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে।