নালিতাবাড়ীতে ধানচাল সংগ্রহ অভিযান উদ্বোধন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৩:১২ পিএম
নালিতাবাড়ীতে ধানচাল সংগ্রহ অভিযান উদ্বোধন

চলতি বোরো মৌসুমে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার খাদ্য গুদামে  ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।  বুধবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান জানান, এবছর বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে