গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা মুখী লেনে তীব্র যানজট

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৩:২০ পিএম
গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা মুখী লেনে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অসহনীয় গরমে যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে কুমিল্লার এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে এই যানজরের সৃষ্টি হয়। আজ সরকারি ছুটির দিন হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি অতিরিক্ত চাপের কারণে যানজট বৃদ্ধি পেয়েছে মানুষ তাদের গন্তব্যে সঠিক সময় পৌঁছাতে পারছে না এদিকে কুমিল্লা মুখী লেনে যানজট গজারিয়া অংশে ১৩ কিলোমিটার সৃষ্টি হয়েছে । সরে জমিনে ঘুরে দেখা গেছে রাস্তার উপরে গাড়ি রেখে ড্রাইভাররা ঘুমিয়ে গেছে এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ তাদেরকে জাগিয়ে গাড়ি পারাপারের চেষ্টা করছে। এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন কুমিল্লার সড়ক দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে এবং কিছু ড্রাইভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে গাড়ি রেখে ঘুমিয়ে গেছে তাদেরকে সজাগ করে গাড়ি পারাপারের চেষ্টা করছে আমাদের পুলিশ আশা করা যায় খুব দ্রুত যানজট ক্লিয়ার করা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে