মহান মে দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ মে সকাল ১০ টায় কয়রা সদরে র্যালী শেষে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাঈন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অলি উল্লাহ ও কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, আমাদি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা অহিদুজ্জামান, বাগালি ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সামাদ, কয়রা সদর ইউনিয়ন সভাপতি মোঃ রমজান আলী, উত্তর বেদকাশি ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম,দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।