বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সিও অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় । সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রসাশক মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ন সাধারন সমপাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের শিল্প ও উন্নয়ন, তাই তাদের যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্র ও সমাজেরদায়িত্ব। এদিকে মে দিবস উপলক্ষে শহরের টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের আয়োজনে ও শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।