আগৈলঝাড়ায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশর মহান মে দিবস পলন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৩:৩৮ পিএম
আগৈলঝাড়ায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশর মহান মে দিবস পলন

'শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে' স্লোগানের মধ্য দিয়ে পালিত হচ্ছে মে দিবস। মহান মে দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ১লা মে বৃহস্পতিবার  সকাল ১১ উপজেলা সদরে এক র‌্যালি ও আলোচনা সভা করেছেন। 

দলিয় সূত্রে জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় আগৈলঝাড়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উপজেলা সদরে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর সমূখ থেকে একটি র‌্যালি বেরহয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে একাডেমীর সমূখে শেষ করে। এরপরে আগৈলঝাড়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মো.আল-আমিন মোল্লা (ঝন্টু’র) সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মো.রাশেল সরদার মেহেদী, সহ-সভাপতি মো.গোলাম মাহামুদ, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মো.পাভেজ মিয়া, মুজাহীদি কমিটির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন বেপারী।

অন্যদিকে উজিরপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে মহান মে এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল উজিরপুর উপজেলা জাতীয় তাবাদী শ্রমিকদল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব-স্ব ব্যানারে মাথায় লাল ফিতা এবং গায়ে গঞ্জি পড়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী নিয়ে উপজেলা পরিষদের সামনে জড়ো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে