আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জিয়ানগরে র‍্যালি ও আলোচনা সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৬:৪০ পিএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জিয়ানগরে র‍্যালি ও আলোচনা সভা

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জিয়ানগর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৪টায় উপজেলা শ্রমিকদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জিয়ানগর উপজেলা শ্রমিকদলের আহবায়ক আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাদাত হোসেন রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, য্গ্নু আহবায়ক মোস্তান হাফিজ।

এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জিয়ানগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম জুয়েল রানা, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাইমুন আহম্মেদ।

অপরদিকে, সকাল ১১টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জিয়ানগর উপজেলা শাখার উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি নিজ কার্যালয়ে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে