আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বরিশালের হিজলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা অধ্যাপক আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এ্যাড. জহির উদ্দিন ইয়ামিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী'র হিজলা উপজেলা সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক নূরুল আমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেল সভাপতি সৈয়দ আলী হোসেন লাভলু, হিজলা উপজেলা উপদেষ্টা শাহানশাহ চৌধূরী সামু, হিজলা উপজেলা সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গুয়াবাড়িয়া ইউনিয়ন সভাপতি মাষ্টার আবুল কালাম প্রমূখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেউপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।