দৌলতপুরে ইয়াবাসহ সহ ৪ জন কে আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১ মে, ২০২৫, ০৮:০৮ পিএম
দৌলতপুরে ইয়াবাসহ সহ ৪ জন কে আটক

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাগপুর এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০১ মে ২০২৫ তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর বাজার সংলগ্ন মাদক চোরাকারবারী মোঃ সোহেল রানা এর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাকারবারী মোঃ সোহেল রানা (৪২), পিতাঃ মৃত আব্দুল গনি এবং মাদক সেবনকারী মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতাঃ মৃত আরমান আলী, মোঃ শাহাদাত হোসেন (৪৩), পিতাঃ মোঃ রহিম মন্ডল, মোঃ মিলন হোসেন (৪৫), পিতাঃ ভেগল কে আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক সিজার মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা। এছাড়াও বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ১৭৮ বোতল ফেন্সিডিল এবং ১৮.৫ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১,৫৮,৪৫০/- (এক লক্ষ আটান্ন হাজার চারশত পঞ্চাশ) টাকা। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ২,৪৮,৪৫০/- (দুই লক্ষ আটচল্লিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা। আটককৃত আসামীদেরকে ইয়াবা ট্যাবলেটসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত ভারতীয় মদ, ফেন্সিডিল ও গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মূর্শেদ জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে