রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২ মে, ২০২৫, ১০:৪৫ এএম
রাজশাহী নগরীতে পুলিশের  অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
রাজশাহী নগরীর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা জিয়াউর রহমান (৪০), রবিউল ইসলাম (৩০), সুমন (৩২), ইব্রাহিম (৩৮), সাকলাইন (২৫) ও শহিদুল ইসলাম সাগর (৪৪)। পুলিশ জানিয়েছে, জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযানের সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়। রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।