দিনাজপুরের কাহারোল উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে দলীয় কার্যালয় হতে কাহারোল উপজেলা বি এন পি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আলী এর নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকদের নিয়ে র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের অফিসে এসে শেষ হয়। বিভিন্ন শ্রমিক সংগঠণ পৃথক পৃথক র্যালী বের করে। বিভিন্ন র্যালীতে অংশগ্রহণ করেন বিএনপি’র নেতা মেহেদি হাসান সুমন, ইমরান সর্দার ও মোঃ আনারুল হক।