গোপালপুরে এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ১২:২৪ পিএম
গোপালপুরে এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইলের গোপালপুরে  সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপালপুর উপজেলার নারুচি স্টেডিয়ামে খেলাটি অনুষ্টিত হয়। এতে অংশগ্রহণ করে সোনালী লাইফ একাদশ টাঙ্গাইল বনাম হেমনগর ইউনিয়ন একাদশ। 

খেলাটিতে উভ পক্ষ তিনটি করে গোল করে। পরে ম্যাচটি তিন তিন গোলে ড্র ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোশ তালুকদার, হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার হাসানুজ্জামান ইমু প্রমুখ।

খেলাটির আয়োজন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও  সোনালী লাইফ ইন্সুরেন্সের টাঙ্গাইল ব্রান্স ম্যানেজার, মীর নাজমুল হক জামিল।

আপনার জেলার সংবাদ পড়তে