পাংশায় ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার বারেক মোড় এলাকার আনোয়ার কবি মার্কেটে এ ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডে ফাতেমা ফার্নিচারের কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে এবং পাশের আয়াশ রেস্টুরেন্টের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সময় ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। স্থানীয় লোকজনের ব্যাপক অংশগ্রহণ এবং পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের ৩ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফাতেমা ফার্নিচারের মালিক মো: হারুনার রশিদ বলেন, রাতে কারখানা বন্ধ করে আমি বাড়ি চলে যাই। পরে খবর পাই কারখানায় আগুন লেগেছে। দ্রুত এসে দেখতে পাই আমার কারখানায় দাউদাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর পরে দেখি কারখানায় প্রস্তুত করে রাখা ফার্নিচার ও দামী কাঠ সব পুড়ে গেছে। এতে আমার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব প্রায়। আয়াশ রেস্টুরেন্টের মালিক তৈমুর হাসান বিপ্লব বলেন, অগ্নিকাণ্ডে আমার রেস্টুরেন্টের রান্নাঘরের বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব স্টেশন অফিসার মোঃ বাকী বিল্লাহ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।