১ মে মহান মে দিবসে ঈদগাঁওতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখা এ আয়োজন করেছে। সকালে এ উপলক্ষে ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে অবস্থিত সংগঠনটির কার্যালয় চত্বর থেকে বের হওয়া রেলিটি বাজারের প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে বাস স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।
পরে সংগঠন কার্যালয় প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ শাহাজান। রেলিতে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ উল্লাহ, কোষাধ্যক্ষ মোক্তার আহমদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রেলিতে অংশগ্রহণকারীরা টি-শারট পরিধান করে।
শোভাযাত্রায় শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের ব্যাপারে নানা স্লোগান দেয়া হয়। স্লোগানে শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ অঙ্গীকারের কথা উঠে আসে। এছাড়া এবারের মে দিবসের প্রতিপাদ্য "শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে, এতে উচ্চারিত হয়। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত রেলি ও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু তৈয়ব, জয়নাল আবেদীন প্রকাশ দুদু মিয়া, আব্দুল জলিল, ফিরোজ আহমদ, বেলাল আহমদ, যুগ্ম সম্পাদক রমজান আলী, নুরুল আমিন, শাহজাহান ভুট্টো, গিয়াস উদ্দিন, রহিম উদ্দিন, আহমদ উল্লাহ, সহ- সাংগঠনিক দিদার মিয়া (শামু), নুরুল হুদা, সহ- কোষাধ্যক্ষ মনজুর আলম, দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সহ- প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, দরকষাকষি সম্পাদক সাহাব উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক সোলতান আহমদ, কার্যকরী সদস্য ইউনুছ ও হারুনর রশিদ।