কুড়িগ্রামের রাজারহাটে ভূট্টাক্ষেতে নিয়ে গিয়ে প্রতিবন্ধী শিশু ছেলেকে বলাৎকার করেছে এক কিশোর। ঘটনাটি ঘটেছে, উপজেলার প্রত্যন্ত পল্লী ছিনাই ইউনিয়নের জয়কুমোর গ্রামে।
বলাৎকারের শিকার শিশুর বাবা জানান, বুধবার(৩০এপ্রিল) বিকাল ৩টায় ওই গ্রামের জয়নুদ্দীর ছেলে রাফি(১৫) একই গ্রামের এনামুল হকের প্রতিবন্ধী শিশুছেলে(৫)কে ফুসলিয়ে পাশের ভূট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। এসময় শিশুটি কান্না শুরু করলে বলাৎকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার লোকজন কিশোরকে আটক করে এনামুলের বাড়িতে আটকিয়ে রাখে। এসময় এনামুল হক বড়বাড়ির হাটে গিয়েছিল। সে আসার আগেই আটক কিশোরকে ওই কিশোরের বাড়ির লোকজন বিচারের আশ্বাস দিয়ে নিয়ে যায়। ঘটনার সময় শিশটির মা কাপড় পরিষ্কারের জন্য পাশের পুকুরে গিয়েছিল। পরে বলাৎকারের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে । চিকিৎসক জানান, শিশুরটির উপর পাশবিক নির্যাতন করায় পায়ুপথ ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার(১লা মে ) বিকালে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে, সেই সাথে অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন জানিয়েছেন।