‘শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১মে) সকাল ১০টায় বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা, ট্রাক-ট্যাকলড়ী কাভার্ডভ্যান ও ট্যাক্টর শ্রমিক ইউনিয়ন, জামায়াতে ইসলামী ট্রেড ইউনিয়ন, নির্মাণ ইলেকট্রিক মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন নিজ নিজ শ্রমিক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বাবুল আক্তারকে সভাপতি করে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি মো.আব্দুল কুদ্দুস, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, আমিনুর রহমান ও ছাত্র সমন্বয়ক আল মিজান মাহিন প্রমূখ। সভায় ১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সভায় স্কপের ৯ দফা দাবী মেনে নেওয়া, শ্রমিক নির্যাতন বন্ধ ও শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান করার দাবী জানানো হয়। শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।