জামাত-শিবিরের বিরুদ্ধে রাজারহাটের আনিছুর রহমানের সংবাদ সম্মেলন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৩:০৮ পিএম
জামাত-শিবিরের বিরুদ্ধে রাজারহাটের আনিছুর রহমানের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শাখার আহবায়ক আনিছুর রহমান এক সংবাদ সম্মেলন করেছেন। গত বুধবার(৩০এপ্রিল) রাত সাড়ে ১১টায় প্রেসক্লাব রাজারহাটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন- গত ৪/৫দিন আগে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জলমহাল ইজারা নিয়ে শিবিরের রুবেল মিয়া নামের এক যুবক তার সামাজিক মাধ্যমে আমাকে এবং আমার দলের সদস্য সচিবকে নিয়ে একটি মিথ্যে পোস্ট করে। বিষয়টি নিয়ে সাধারণ জনগণ ক্ষিপ্ত হোন। এটিকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের বেশ কিছু ছেলে রুবেল মিয়াকে থানা মোড়ে একটি ফার্মেসীতে নিয়ে আসে। এসময় জন সাধারণ রুবেল মিয়ার উপর ক্ষিপ্ত হলে  আমি তার কাছে বিষয়টি জানতে চাই। এসময় রুবেল মিয়া বিএনপিকে ছোট করে বিভিন্ন কুটুক্তি করে। পরে নিজের ভূল স্বীকার করে তার ওই পোস্ট ডিলেট করে দেন।পরে ওইদিন রাতে একটি গুপ্ত ভিডিওর অংশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। ওই ভিডিওটির সত্যতা যাচাই না করে বিভিন্ন গণমাধ্যমও প্রচার করে। তিনি আরও বলেন- ওই দিন বিএনপিকে নিয়ে কুটুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান না করলে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা  পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভবানা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল, সব সময় জনগণের সাথে থাকবে। এসময় উপস্থিত ছিলেন-বিএনপির  রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম, বাদশা মিয়া,  সদস্য রমজান আলী শিকদার ও উপজেলা যুবদলেরর সদস্য সচিব মো. নয়ন আলীসহ শতাধিক নেতাকর্মী এবং সাংবাদিকগণ।

আপনার জেলার সংবাদ পড়তে