পলাশবাড়ীতে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৩:২৮ পিএম
পলাশবাড়ীতে চলন্ত  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

পলাশবাড়ীতে চলন্ত  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ২ : অপর দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ১মে ওই চার বন্ধু মিলে একইসাথে একটি বাইক যোগে ঘুরতে বেরোয়। দিনভর নানা স্থানে ঘুরেফিরে তারা রাত ১০ টার দিকে ঢোলভাঙ্গায় যাচ্ছিলেন। এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধা একইমুখী মাল বোঝাই একটি ট্রাক তাদের পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মূহুূত্বেই চার বন্ধু সিটকে ট্রাকের চাকায় চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর করুণ মৃত্যু ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এসময়  তারা গুরুতর আহত অপর দুই বন্ধুকে আশঙ্কাজনক উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে মুমূর্ষু অবস্থায় তাদের রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঘটনাস্থলেই মৃত্যু কৌশিক(২২)মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে এবং শ্যামপুর (আমতলা) গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবন(২১)। রংপুরে স্থানান্তররা হলেন একই ইউনিয়নের শ্যামপুর(বাদমহিপুর) গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২১) ও বিষ্ণুপুর গ্রামের লেবু মিয়ার ছেলে তৌহিদ(২১)। থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। ঘটনার আকস্মিকতায়  মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় তরতাজা টগবগে দুই বন্ধুর মৃত্যু অপর দুই বন্ধু আশঙ্কাজনক এমন হৃদয় বিদারক খবরে গোটা পলাশবাড়ী এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে