বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিকদল নেতা নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৩:৫৪ পিএম
বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিকদল নেতা নিহত

মহান মে দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের চাঁপায় শ্রমিক দল নেতা মানিক গাজী (৬৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (পহেলা মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা সাকুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। নিহত মানিক গাজী ওটরা গ্রামের বাসিন্দা এবং ওটরা ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি ছিলেন।

সূত্রমতে, মহান মে দিবস উপলক্ষে মানিক গাজী উজিরপুর উপজেলা সদরে শ্রমিক দলের কর্মসূচিতে অংশগ্রহন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থলের মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী (ঢাকা মেট্রো ব-১২-১৮৫৭) হানিফ পরিবহন বেপরোয়াগতিতে অতিক্রমকালে মানিক গাজীকে চাঁপা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মানিক গাজীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানান, ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক হানিফ পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।