আশাশুনি উপজেলা প্রশাসন মহান মে দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা করেছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নেতৃত্বে প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ ভবনের গেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল অদুদ, সমবায় অফিসের পরিদর্শক প্রমুখ।