আশাশুনিতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি ব্রীজ মোড় বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
শুরুতে বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে র ্যালী বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
উপজেলা ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহজাহান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। সহ সভাপতি মাছুম বিল্লা খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ফেডারেশনের সহ সভাপতি আলহাজ্ব মাওঃ আবু বক্কর সিদ্দীক, উপজেলা প্রধান উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক জেলা সেক্রেটারী মাওঃ নুরুল আবছার মুর্তাজা, এ্যাড.শহিদুল ইসলাম, শাহ অহিদুজ্জামান শাহীন, বোরহান উদ্দীন, শাহিনুল ইসলাম, মেম্বর আঃ রউফ, প্রভাষক দিপ্র কুমার মন্ডল প্রমুখ। এ সময় মাওঃ আনয়ারুল হক, ডাঃ রোকনুজ্জামান, এবিএম আলমগীর পিন্টু উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সহ সভাপতি মাছুম বিল্লা খান। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।