সৈয়দপুরে নীলফামারী জেলা মটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৬:৫৬ পিএম
সৈয়দপুরে নীলফামারী জেলা মটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় সৈয়দপুরে অবস্থিত। এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় গোটা জেলার শাখাগুলো। সংগঠনটির প্রধান কার্যালয়  প্রতিষ্ঠালগ্ন থেকে সৈয়দপুর বাসটার্মিনালে রয়েছে।

গত ১ মে নুর আলম বাবু যিনি শ্রমিক ইউনিয়নের কোন সদস্যও নন তিনি নীলফামারী কালীতলায় হঠাৎ করে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। ওই সাইন বোর্ড ঝুলিয়ে তিনি সেখানে শুরু করেন চাঁদাবাজি। তাই অবৈধভাবে শ্রমিক ইউনিয়নের সাইন বোর্ড ঝুলিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। জেলার প্রধান কার্যালয় সৈয়দপুর বাসটার্মিনাল ট্রাফিক মোড়ে।

 এ সময় বক্তব্য বলেন, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন বাবলু,যুগ্ন  সম্পাদক মমতাজ আলী,ক্রীড়া সম্পাদক স্বপন মিয়া, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক স্বপন হোসেন,সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ অনেকে। তারা চাঁদাবাজ নুর আলম বাবুর বিচার দাবী করেন। সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধ সাইন বোর্ড সরিয়ে না নিলে বড় ধরনের আন্দোলনে যাওয়া হবে এমন হুশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

আপনার জেলার সংবাদ পড়তে