পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে যত বেশি সম্ভব টি-টোয়েন্টি ম্যাচ খেলার চেষ্টা করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সফরে গিয়ে ওয়ানডে সিরিজের বদলে বাড়তি দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে পাঁচ ম্যাচের সেই সিরিজের আগে বাংলাদেশ দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে আরও দুটি টি-টোয়েন্টি। গতকাল শুক্রবার বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফরের সূচি প্রকাশ করেছে ইউএই ক্রিকেট। সেই সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচ অনুস্থিত হবে ১৭ মে এবং দ্বিতীয় ম্যাচ ১৯ মে। দুটি ম্যাচের ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম। গালফ মান সময় অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচ দুটি। এ নিয়ে দ্বিতীয়বার আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মরুদেশটিতে গিয়ে তাদের জাতীয় দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে সফরকারীরা জিতেছিল সিরিজের দুটি ম্যাচেই। আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সুবহান আহমেদ বলেন, ‘আরও একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলকে আতিথেয়তা দিতে পেরে আমি খুশি। বোর্ড সবসময়ই মানসম্পন্ন দলের বিপক্ষে জাতীয় দলের খেলা আয়োজনের চেষ্টা করছে।’ বাংলাদেশ ছাড়াও ইতিপূর্বে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে নিজেদের জাতীয় দলের বিপক্ষে সিরিজের জন্য আতিথেয়তা দিয়েছে বোর্ডটি। আরব আমিরাত সফর শেষ করেই বাংলাদেশ দল উড়াল দেবে পাকিস্তানে। সেখানে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। সিরিজের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে। প্রথম দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদ, শেষ তিন ম্যাচের ভেন্যু লাহোর। এই সিরিজ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে ফয়সালাবাদে। ২৫ মে প্রথম ও ২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দুই দল পাড়ি জমাবে লাহোরে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে ৩০ মে। শেষ দুই ম্যাচ ১ ও ৩ জুন। এফটিপি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও দুই বোর্ডের আলোচনায় পাঁচটি টি-টোয়েন্টি মাঠে গড়াচ্ছে। এ বছর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ আগামী বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।