পরিবেশ বিধ্বংসী ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি

এফএনএস
| আপডেট: ২ মে, ২০২৫, ০৭:৪০ পিএম | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৭:৪০ পিএম
পরিবেশ বিধ্বংসী ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি

চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলাÑএই অঞ্চলগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং পরিবেশগত দিক থেকে সংবেদনশীল। অথচ এসব এলাকার বুকে গজিয়ে উঠছে একের পর এক পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটা। বনজ সম্পদ নিধন ও পরিবেশ দূষণের দায়ভার নিয়ে এই ভাটাগুলো যেন পরিণত হয়েছে এক নীরব দুর্যোগে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের ১ হাজার ৬৩৬টি ইটভাটার মধ্যে ৯৭৬টিই অবৈধ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বন, জলাভূমি, কৃষিজমি কিংবা পাহাড়ি অঞ্চলে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর চলছে দেদারসে বনের কাঠ পুড়িয়ে ইট তৈরি। পাহাড়ি এলাকা থেকে চোরাই পথে কাঠ কেটে তা ব্যবহার করা হচ্ছে এসব ভাটায় জ্বালানিরূপে। ফলে শুধু বনভূমিই নয়, হুমকির মুখে পড়ছে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনগণের স্বাস্থ্য। সাম্প্রতিক সময়ে গঠিত মনিটরিং কমিটি কিছু উদ্যোগ গ্রহণ করেছেÑবেশ কিছু অভিযানে ২৫০টির বেশি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে সরেজমিন পরিদর্শনে গিয়ে ইটভাটাগুলোর ভয়াবহতার চিত্র তুলে ধরেছেন। মনিটরিং কমিটির পক্ষ থেকে বনের গা ঘেঁষা ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। তবু প্রশ্ন থেকে যায়Ñঅভিযানের পর ভাটা আবারও চালু হয় কীভাবে? দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই দুর্নীতি ও অবহেলার চক্র কখনোই ভাঙবে না। পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি। শুধু অভিযান নয়, প্রয়োজন প্রতিরোধ ও প্রতিকার উভয় কৌশলের। অবৈধ ভাটা চিহ্নিত হওয়ার পর তা পুনরায় চালু হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে হবে। একইসঙ্গে স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার মাধ্যমে গড়ে তুলতে হবে পরিবেশ রক্ষায় সামাজিক প্রতিরোধ। আমরা আশা করি, সরকারের চলমান উদ্যোগ কার্যকর রূপ নেবে, এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো অবৈধ ইটভাটার ভয়াল থাবা থেকে মুক্ত হবে। নইলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় জাতীয় পর্যায়ের দুর্যোগে রূপ নিতে সময় লাগবে না।