মুলাদীতে কৃষক দলের লিফলেট বিতরণ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২ মে, ২০২৫, ০৭:৫৫ পিএম
মুলাদীতে কৃষক দলের লিফলেট বিতরণ

বরিশালের মুলাদীতে বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে লিফলেট বিতরণ করেছেন কৃষক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট, প্যাদারহাট, খাসেরহাট, মুলাদী বন্দর, মিয়ারহাটসহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক ভিপি আলহাজ্ব সালাম কবির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অহিদ চৌকিদার, কাজিরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক পিন্টু পাটোয়ারি, মুলাদী সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদার, গাছুয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রিপন ব্যাপারীসহ উপজেলা ও পৌর কৃষক দলের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে