ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ১২:২৬ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুন্সিগঞ্জের গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা গাড়ি ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত। 

৩ মেয়ে সকাল অনুমান ০৬.৫০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া খানাধীন ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন কলেজ রোডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে রেজি নাম্বার বিহীন একটি মটরসাইকেল চালক কে ঢাকা যাওয়ার পথে তার মটরসাইকেলকে অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাতনামা ড্রাইভার পিছন হইতে ধাক্কা দিয়ে চলে যায়, মোটরসাইকেল চালক  ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।

 মোটরসাইকেল চালক ও ঘাতকপরিবহনের কোন পরিচয় পাওয়া যায় নাই সংবাদ পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ ও মোটরসাইকেল  হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করেন।

 ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ  শওকত হোসেন বলেন লাশ মোটরসাইকেল হাইওয়ে পুলিশ হেফাজতে  রয়েছে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে