সৈয়দপুরে মসজিদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ১২:৩৬ পিএম
সৈয়দপুরে মসজিদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে জান্নাতুল ফেরদৌস মুন্সিপাড়া জামে মসজিদের প্রায় দেড় শতক জায়গা জোড় করে দখলে নিয়েছে রাজু ও জুয়েল নামে দুই ভাই। মসজিদের জায়গার দখল ছেড়ে দেয়ার জন্য বার বার তাদের বলা হলেও কোন কর্ণপাত করেনি। উল্টো তারা মসজিদ কমিটির সদস্যসহ এলাকাবাসিকে হুমকী প্রদর্শন করে।

দখলবাজদের এমন আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসি।

২ মে শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিগন একত্রিত হয়ে মসজিদের জায়গা উদ্ধারে মাঠে।নামে। এ সময় শত শত মুসল্লি নারায় তাকবির স্লোগান দেয়। 

মুসল্লিদের চাপের মুখে পড়ে তারা একদিনের সময় নেন। এরই মধ্যে মসজিদের জায়গা ছেড়ে দিবেন বলে জানায়।

এমন আশ্বাসের প্রক্ষিতে মুসল্লিগন শান্ত হয়ে ফিরে যান। তবে মসজিদের জায়গা দখলের বিষয়টি এলাকায় সৃষ্টি করেছে ক্ষোপের।

যদি মসজিদের জায়গা ছেড়ে দেয়া না হয় তাহলে মুসল্লিরা তাদের আর কোন সময় না দিয়ে নিজেরাই মসজিদের জায়গা উদ্ধার করবেন বলে  জানান।

মসজিদের জায়গা দখল করে ভবন নির্মাণ বিষয়ে কথা হলে সৈয়দপুর পৌরসভার সাবেক শ্রেষ্ঠ কাউন্সিলর আকতার হোসেন ফেকু বলেন, এখন আমরা এক জাহেলী যুগে এসেছি। মানুষ এমন হতে পারে তা জানা ছিল না। মানুষ মসজিদ মাদ্রাসায় জমি দান করে আর এখন মানুষ মসজিদের জায়গা দখল করে ঘর বাড়ী তৈরী করছে। এটি অত্যন্ত নিন্দনীয়। মসজিদের মুসল্লীগন জমি উদ্ধার করতে গেলে দখলকারীরা ২৪ ঘন্টা সময়ের মধ্যে মসজিদের জায়গা ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দেয় ুবং ক্ষমা চায়। ফলে  মুসল্লীগন শান্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে