ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ৩ মে, ২০২৫, ০১:৩৭ পিএম | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০১:৩৭ পিএম
ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ইশতিয়াক আহমেদ রাফিদ নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রেললাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। শুক্রবার (২ মে) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিক্ষার্থী রাজশাহী কলেজ বাংলা বিভাগের স্নাতকের শিক্ষার্থী। ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন। রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, ইসতিয়াক খুব ভালো ও শান্ত ছেলে ছিল। তার আচরণ খুব সুন্দর ছিল। শিক্ষককে সব সময় শ্রদ্ধা করতো। তার ছবি তোলার শখ ছিল এবং খুব সুন্দর ছবি তুলতে পারতো। তার চলে যাওয়া আমাদের মেনে নেওয়া কষ্টকর। তার এই মৃত্যুতে আমরা শোকাহত। রাফিদের খালাতো ভাই ও ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘রাফিদ টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুস্তাফিজুর রহমান আরো বলেন, ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কিনা খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
আপনার জেলার সংবাদ পড়তে