দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সরিষাপাড়া বিসমিল্লাহ নগর নাজমুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের শুভ উদ্বোধন ও ইছলাহী মজলিস অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২ মে ২০২৫) বিকাল ৫ টায় নাজমুল উলুম কওমিয়া মাদ্রাসা মজলিসে আলোচনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা। প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম বাংলাদেশের আলোড়নকারী বক্তা মুফতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, মোঃ আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, সদস্য সচিব হেদায়েত হোসেন, যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম মল্লিক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল্লাহ্ আল কায়েস, মাওলানা মহিউদ্দিন, সাবেক ৮ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য নুরুল হুদা সাজু। এছাড়াও উলামা মাশায়েখ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় গবক্তারা বলেন, দ্বীনি খেদমতের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। বাংলা ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষা মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনদার হতে ও দ্বীন প্রচারে মসজিদ মাদ্রাসা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহর দ্বীন ও রাসূলের হাদীসের শিক্ষা লব্দ করতে আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ভূমিকা পালন করে। তাই সকলকে মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। শিশুদেরকে কুরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে।