সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব দাবি করেন। অপরদিকে “সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে শনিবার সকাল সাড়ে দশটার দিকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সদস্য মণীষ চন্দ্র বিশ্বাস, কাজী আল আমিন, এইচএম খায়রুল ইসলাম, বিএম বেলাল, মোল্লা ফারুক হাসান, জামিল মাহমুদ, আরিফিন রিয়াদ, হাসান মাহমুদ, এসএম মিজান, সাংবাদিক সৈয়দ নকিবুল হক প্রমুখ। সভার শুরুতে বিশ্বের সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।