ডাক্তার না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৪:০৮ পিএম
ডাক্তার না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভাঙচুর

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র জানায়, শাহিনুর নামের একজন রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।

হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়সাল আহমেদ বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জরুরি বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন ,‘‘যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষু রুগীর স্বজনরা হামলা চালিয়েছে। আমি হামলার সাথে জড়িত নই। হামলাকারীদের নিবৃত করতে গিয়ে আমি নিজেই আহত হয়েছি। এছাড়া হামলায় ঢাকা থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে পরিদর্শনে আসা তানভির নামের একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানান সোহেল আহমেদ মানিক।‘’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, ‘‘দুপুর আড়াইটা পর্যন্ত এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে