পিরোজপুর শহরের ভাড়ানী খাল পুন: খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৪:১৮ পিএম
পিরোজপুর শহরের ভাড়ানী খাল পুন: খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

‎পিরোজপুর জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা ভাড়ানি খাল পুন: খনন ও এর দু’তীরের অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পিরোজপুর পৌরসভার সহায়তায় গতকাল থেকে শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। 

উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে খালের দু’পারের অনেকগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বড় আকারের গাছ উপড়ে  ফেলা হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে। উচ্ছেদ অভিযানের আগে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। 

পিরোজপুর শহরের প্রবীন আইনজীবী আবুল কালাম আকন জানান, শহরের মাঝখান দিয়ে বয়ে চলা ২৫ ফুট প্রশস্ত ২ কিলোমিটার দীর্ঘ এ খালটির দু’তীরের অধিকাংশ বাসিন্দা অবৈধ স্থাপনা গড়ে তোলার কারনে তিন যুগেরও বেশী সময় ধরে ওই অবৈধ স্থাপনা উচ্চেদ ও খাল পুন: খনন সম্ভব হয়নি। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বর্তমান উদ্যোগের ফলে খালটি হয়তো তার পূর্বের রূপ ফিরে পাবে।  

গত বছরের ৫ আগস্ট এর পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের এ সময়ে পিরোজপুরের সাধারন মানুষ স্থানীয় প্রশাসনের কাছে পিরোজপুরের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের জন্য আবেদন জানালে জেলা প্রশাসন জনস্বার্থে বেশ কিছু উদ্যোগ গ্রহন করে এর মধ্যে ওই ভাড়ানী খাল পুন: খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অন্যতম। 

‎স্থানীয় সমাজ সেবক তারিক রানা চৌধুরী বলেন, শহরের পুরনো  ভাড়ানি খালটিকে সংস্কার ও পুন: খনন করতে পিরোজপুরের জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছে এবং পিরোজপুরের সাধারণ নাগরিকদের এ কাজে সমপৃক্ত করেছে সেটি সাধুবাদ জানানোর দাবি রাখে। একে একে পিরোজপুরের অন্য খাল গুলোও খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি জানান।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, পিরোজপুর পৌরবাসীর প্রাণের দাবি ছিল এ খালটি খনন করা এবং খালটি দখলমুক্ত করা। খালটির জায়গা দখল হয়ে যাওয়ায় পানি প্রবাহ পুরোপুরি বন্ধ ছিল। ফলে শহরটি দূষনের শহরে পরিনত হয়। তিনি বলেন, এ খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্য নয়, বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমরা খালটি খননের কাজ শুরু করেছি।  আশা করি খালের দু’পারের বাসিন্দারা এ কাজে আমাদের সহায়তা করবে।

আপনার জেলার সংবাদ পড়তে