দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালার দাম্পত্য জীবন নিয়ে আলোচনার শেষ নেই। চলতি বছরের জানুয়ারিতে প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর বেশ জাঁকজমকভাবে বিয়ে করেন শোভিতাকে। সেই সময় থেকেই বিতর্ক আর গুঞ্জন যেন তাদের সঙ্গী। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা—তারা কি শিগগিরই প্রথমবারের মতো বাবা-মা হতে চলেছেন?
সম্প্রতি 'ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিট'-এ একসঙ্গে উপস্থিত হয়েছিলেন এই তারকা দম্পতি। তাদের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দর্শকদের কৌতূহল চরমে পৌঁছায়। ছবিতে দেখা যায়, শোভিতা ঢিলেঢালা পোশাকে ছিলেন, যার কারণে অনেকেই ধরে নিচ্ছেন তিনি গর্ভবতী। যদিও এই ধরণের পোশাক বেছে নেওয়ার পেছনে নানান কারণ থাকতে পারে, তবুও বলিউডে এর আগেও এমন ইঙ্গিতপূর্ণ পোশাক থেকেই ‘সুখবর’ সামনে এসেছে।
উল্লেখযোগ্যভাবে, আলিয়া ভাট ও রণবীর কাপুরও বিয়ের এক মাসের মাথায় তাঁদের কন্যা রাহার আগমনের খবর দিয়েছিলেন। বলিপাড়ায় এমন উদাহরণ নতুন নয়, ফলে শোভিতা ও নাগাকে ঘিরে এই জল্পনাও অস্বাভাবিক নয়।
এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি এই দম্পতি। তবে, নিজেদের দাম্পত্য জীবন নিয়ে তারা যে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় বিশ্বাসী, তার ইঙ্গিত মিলেছে একটি আন্তর্জাতিক পত্রিকাকে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে। সেখানে তাদের জিজ্ঞেস করা হয়—ভুল হলে কে আগে ক্ষমা চান? জবাবে শোভিতা বলেন, “সবসময় আমি আগে ক্ষমা চাই।” আর নাগা চৈতন্য জানান, “আমি ধন্যবাদ কিংবা ক্ষমা চাওয়ার সংস্কৃতিতে বিশ্বাসী নই।”
এই ধরনের ব্যক্তিগত খোলামেলা আলোচনা থেকেই স্পষ্ট, তাদের সম্পর্ক ঘনিষ্ঠ ও স্বচ্ছতায় ভরা। আর এখন গুঞ্জনের কেন্দ্রে তাদের পারিবারিক জীবনের সম্ভাব্য নতুন অধ্যায়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, তবুও অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।