পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় গান

এফএনএস বিনোদন
| আপডেট: ৩ মে, ২০২৫, ০৬:২০ পিএম | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৬:২০ পিএম
পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় গান

কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার ঘূর্ণাবর্তে এবার সংক্রমিত হলো দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনও। এরই অংশ হিসেবে পাকিস্তান তাদের সব এফএম রেডিও স্টেশন থেকে ভারতীয় গান সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে।

পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থ বিবেচনায় দেশের সমস্ত এফএম স্টেশন থেকে ভারতীয় গান সরিয়ে ফেলা হয়েছে। বহু বছর ধরে পাকিস্তানের বেতার মাধ্যমগুলোতে লতা মঙ্গেশকর, কিশোর কুমার, শ্রেয়া ঘোষাল কিংবা অরিজিৎ সিং-এর মতো জনপ্রিয় ভারতীয় শিল্পীদের গান নিয়মিতই শোনা যেত। কিন্তু এখন সেই সুর থেমে গেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার এই পদক্ষেপকে 'জাতীয় সংহতির প্রতীক' হিসেবে উল্লেখ করে বলেন, “এই সিদ্ধান্ত আমাদের ঐক্য, শান্তি ও দেশাত্মবোধের পক্ষে একটি শক্তিশালী বার্তা দেয়। কঠিন সময়ে জাতির পাশে দাঁড়ানোর প্রতীক হয়ে উঠেছে এই সিদ্ধান্ত।” সরকারি প্রজ্ঞাপনেও একই বক্তব্য উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, এটি নিছক সাংস্কৃতিক সিদ্ধান্ত নয়—বরং রাজনৈতিক কূটনীতিরই অংশ। কারণ, এর আগে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের ১৬টি গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। ওই তালিকায় রয়েছে জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে সামা টিভি, অ্যারি নিউজ, ডন নিউজ ও জিও নিউজ। পাশাপাশি, ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে পাকিস্তানি তারকা মাহিরা খান, আলি জাফর, হানিয়া আমিরদের ইনস্টাগ্রাম প্রোফাইলও।

এই সাংস্কৃতিক বিভাজন অনেকেই দুঃখজনক বলে মনে করছেন, কারণ দুই দেশের শিল্প ও সংস্কৃতির মিলন বরাবরই মানুষের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। কিন্তু রাজনীতি আর নিরাপত্তা-উদ্বেগের প্রেক্ষাপটে সেই সেতু এখন ভাঙনের মুখে।

আপনার জেলার সংবাদ পড়তে