চট্টগ্রামের হাটহাজারীতে মো.মাসুদ (৩৫) নামের খেলাপি ঋনের ওয়ারেন্ট ভুক্ত এক আসামি কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।গতকাল শনিবার হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আসাদ গ্রেফতারের ঘটনার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন আটককৃতকে গতকাল বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে । গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়েজিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানায় উপ-পরিদর্শক আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামের লাল মোহাম্মদ তালুকদার বাড়ির শেখ আহম্মদের পুত্র মাসুদকে গ্রেফতার করে। সে হাটহাজারী পৌরসদরস্থ কৃষি ব্যাংক হাটহাজারী শাখা থেকে ঋণ নিয়ে যথাযথ নিয়ম অমান্য করায় ঋণ খেলাপিতে পরিণত হয়। পরে ওই ব্যাংক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।