দীর্ঘ চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি লন্ডন থেকে যাত্রা শেষে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টায় অবতরণ করবেন।
এ উপলক্ষে সিলেটবাসী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে দেশনেত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৩ মে) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানা, ৪২টি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে সরাসরি ঢাকায় অবতরণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। তিনি সিলেট হয়ে দেশে ফিরতে চান, যাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং শুভেচ্ছা গ্রহণ করতে পারেন।
বিএনপি নেতারা আশা করছেন, বেগম জিয়ার এই আগমন সিলেটে রাজনৈতিক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ফিরিয়ে আনবে।