ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো পাকিস্তান

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৭:১৩ পিএম
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো পাকিস্তান

কাশ্মীরে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। শনিবার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত দিক পরীক্ষার উদ্দেশে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়।

পাকিস্তান সেনাবাহিনী বলছে, শনিবার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি ছিল ‘সিন্ধু মহড়ার’ অংশ। এসময় আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের (এএফএসসি) কমান্ডার, কৌশলগত পরিকল্পনা বিভাগ, এএফএসসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ছিলেন।

আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, গ্রহণযোগ্য প্রতিরোধ নিশ্চিত করতে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সের অপারেশনাল প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতায় তারা পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তানের সেনাবাহিনী। এর আগে গত অগাস্টে শাহিন-২ ক্ষেপণাস্ত্রের ‘পরীক্ষামূলক উৎক্ষেপণ’ সফলতার সঙ্গে সম্পন্ন করে দেশটি।