কাপাসিয়ায় 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালিত

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৭:৫৫ পিএম
কাপাসিয়ায় 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালিত

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবে শনিবার বিকেলে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাব কার্যালয় থেকে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। পরে প্রেসক্লাব কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা সাইফুল ইসলাম শাহীন। অন্যান্যের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি বেলায়েত হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি মোঃ আঃ কাইয়ুম, সাংবাদিক হাজি সাইফুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কাপাসিয়া সংবাদদাতা মোঃ আবু সাঈদ, সদস্য ও দৈনিক আজকালের খবরের কাপাসিয়া প্রতিনিধি সাইদুল ইসলাম রনি, সাংবাদিক আকরাম হোসেন হিরন, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক রুহুল আমিন মাস্টার, দৈনিক বাংলা ভূমির কাপাসিয়া প্রতিনিধি তৌহিদ হোসেন মিন্টু প্রমুখ।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিকরা বলেন, মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর ৩ মে  বিশ্বজুড়ে 'ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে ' বা মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়। বাংলাদেশেও সাংবাদিক সংগঠন ও বিভিন্ন সংস্থা এ দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে থাকে। একটি সংবাদপত্রে দেশ ও জাতির সকল বিষয়ের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের দেশের সংবাদ মাধ্যম গুলো স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি।

বরং স্বৈরাচারের দোসররা গণমাধ্যমগুলো ব্যবহার করে ফ্যাসিবাদী সরকারের চাটুকারিতায় লিপ্ত ছিলো। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় এসব দলকানা চাটুকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা ছিলো। 

উল্লেখ্য, ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালের ২০ ডিসেম্বর  জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে  ঘোষণা করে। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

আপনার জেলার সংবাদ পড়তে