চিলমারীতে সন্ত্রাসীদের হামলায় আহত তিন, ফসল বিনষ্টের অভিযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ০৮:০৩ পিএম
চিলমারীতে সন্ত্রাসীদের হামলায় আহত তিন, ফসল বিনষ্টের অভিযোগ

দৌলত উপজেলার চিলমারী ইউনিয়নের নগর মৌজার উদয়নগর,চর ভগবানন্দ দিয়ার, খাদিজা থাক এলাকার প্রায় তিন শো একোর জমির বাদাম, তিল, কাউন বিনষ্ট করে চলেছে মহিষের পাল দিয়ে কাশবন খাওয়ানোর নাম করে ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী মরা ঘোষ,আসারত আলী,বন্দর বেপারী, কামাল কাজী, কামাল মুন্সি, এলাহী, মন্দিল সহ বেশ কয়েক জন মিলে। বলে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে উল্লেখিত ব্যক্তিরা মহিষ দিয়ে বাদাম খেত খাওয়ানোর প্রতিবাদ করতে গেলে এলাহী,কাইলা,হারুন ঘোষ সহ আরো কয়েকজন মিলে রুবেল হোসেন তার মা হাসিনা বেগম ও তার ভাতিজা রাজন কে বে ধরক মারপিট করে জখম করে । হয়তো হাসিনা বেগম ও ও রাজেনকে দৌলতপুরে হাসছো কমপ্লেসে গত ২৯ এপ্রিল তারিখ ভর্তি করা হয়। সচেতন এলাকাবাসী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে