দৌলত উপজেলার চিলমারী ইউনিয়নের নগর মৌজার উদয়নগর,চর ভগবানন্দ দিয়ার, খাদিজা থাক এলাকার প্রায় তিন শো একোর জমির বাদাম, তিল, কাউন বিনষ্ট করে চলেছে মহিষের পাল দিয়ে কাশবন খাওয়ানোর নাম করে ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী মরা ঘোষ,আসারত আলী,বন্দর বেপারী, কামাল কাজী, কামাল মুন্সি, এলাহী, মন্দিল সহ বেশ কয়েক জন মিলে। বলে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে উল্লেখিত ব্যক্তিরা মহিষ দিয়ে বাদাম খেত খাওয়ানোর প্রতিবাদ করতে গেলে এলাহী,কাইলা,হারুন ঘোষ সহ আরো কয়েকজন মিলে রুবেল হোসেন তার মা হাসিনা বেগম ও তার ভাতিজা রাজন কে বে ধরক মারপিট করে জখম করে । হয়তো হাসিনা বেগম ও ও রাজেনকে দৌলতপুরে হাসছো কমপ্লেসে গত ২৯ এপ্রিল তারিখ ভর্তি করা হয়। সচেতন এলাকাবাসী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।