চা-শ্রমিকদের ১১ দফা দাবিতে সিলেটে সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৫:১১ পিএম
চা-শ্রমিকদের ১১ দফা দাবিতে সিলেটে সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

বকেয়া বেতন, রেশন, চিকিৎসা সুবিধা ও বসতঘর নির্মাণসহ ১১ দফা দাবিতে সিলেটের মালনীছড়া এলাকায় সড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকরা। প্রায় তিন ঘন্টার অবরোধে সিলেট-বিমানবন্দর ব্যস্ততম সড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। অতপর বিকেল ৩টার দিকে প্রশাসনন ও সেনাবাহিনীর প্রচেষ্টায় শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

রোববার (৪ মে) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা বিমানবন্দর-আম্বরখানা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বুরজান চা-কোম্পানির অধীনে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিকের কয়েক মাসের বেতন, রেশন ও উৎসব বোনাস বকেয়া রয়েছে। শ্রমিক পরিবারগুলো মারাত্মক মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে ঠিকমতো তিন বেলা খাবার পাচ্ছেন না, শিশুদের পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছে। মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা।

শ্রমিকদের দাবিÑ শুধু বেতন-রেশন নয়, চা-বাগানে চিকিৎসাসেবা চালু, ওষুধ সরবরাহ, বসতঘর নির্মাণ ও সংস্কার, অবৈধভাবে গাছ কাটা ও বিক্রি বন্ধসহ মোট ১১টি বিষয়ে তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করতে হবে।

অবরোধের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। বিকেল ৩টায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইউএনওর কাছে লিখিতভাবে তাদের দাবি তুলে দেন। আলোচনায় ইউএনও দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।

এ বিষয়ে চা-শ্রমিক নেতারা বলেন, আমরা বারবার দাবি জানিয়েও কোনো প্রতিকার পাইনি। বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে। যদি আবারও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। চা-শিল্পের সঙ্গে জড়িত হাজারো শ্রমিকের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে