রাণীশংকৈলে ঐতিহ্যবাহী ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৫:২১ পিএম
রাণীশংকৈলে ঐতিহ্যবাহী ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন

শনিবার (৩মে) সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র, মির্জা ফয়সাল আমিন। মেলা উদ্বোধন উপলক্ষে এ দিন সন্ধ্যায় বৈশাখ উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে ও বিএনপি’র সহ-সভাপতি, বৈশাখ উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক, খলিলুর রহমানের সঞ্চালানায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র, মির্জা ফয়সাল আমিন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ,সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল থানা পুলিশের ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক, বৈশাখ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন মিঠু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নূর নবী, মাহমুদুন নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, এম আর বকুল মজুমদার, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের আহ্বায়ক, আক্তারুল ইসলাম আক্তার, মহিলা দলের আহ্বায়ক, অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এছাড়াও বিএনপি ও অন্যান্য দলের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ১০দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টল পসরা বসেছে। স্টল গুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ। এ ছাড়াও মেলায় থাকবে সন্ধ্যায় কালীন, সঙ্গীতা অনুষ্ঠান, নাটক, নৃত্যানুষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি অনুষ্ঠান , গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মঞ্চ নাটক প্রদর্শনী , জারি, সারি, ভাওয়াইয়া, পল্লীগীতির আসর ও কবি গান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW