শেরপুরের নালিতাবাড়ীতে ডাম্প ট্রাক চাপায় ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইজিবাইকের পাঁচ যাত্রী। শনিবার (৩ মে) রাত ৯টার দিকে উপজেলার বাইটকামারীতে এই ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক তজুমুদ্দীন তারা (৪০) গেরামারা গ্রামের ওমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৩ মে) উপজেলার নাকুগাঁও বন্দর থেকে একটি ডাম্প ট্রাক পাথর বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাত ৯টার দিকে ডাম্প ট্রাকটি নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কের বাইটকামারী এলাকায় পৌঁছলে রাস্তার ওপর অর্ধেক সড়কজুড়ে থাকা খড়ের গাদাকে পাশ কাটাতে যায় চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির।
সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তজুমুদ্দিন তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাক চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ইজিবাইকে থাকা আরও পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আফাজ উদ্দিন নামে আহত একজনের অবস্থা অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ট্রাকটিকে আটক করা যায়নি। তবে অনুসন্ধান অব্যাহত আছে। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।