কুলিয়ারচরে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

এফএনএস (মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৬:১৮ পিএম
কুলিয়ারচরে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের ভৈরব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সার্কেলের এসআই সাইফুল ইসলাম তালুকদারসহ একদল পুলিশ আজ রবিবার দুপুর ১২টার দিকে কুলিয়ারচরে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকার সিএনজি হতে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার নগর হাওলা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ সাদেক হোসেন (৩০) ও একই এলাকার তৈয়জ উদ্দিনের ছেলে মোঃ ইমরান (২০) কে কুলিয়ারচর থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০১৮ এর ১৯(ক) ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। ৪ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা হবে বলে পুলিশ ধারণা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে