রাণীনগরে ২০লিটার বাংলা মদসহ আটক ১

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৬:৪৪ পিএম
রাণীনগরে ২০লিটার বাংলা মদসহ আটক ১

নওগাঁর রাণীনগর থানাুলিশ অভিযান চালিয়ে ২০লিটার চোলাই মদসহ আজাহার আলী (৬০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। আটক আজাহার উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের বরকত আলীর ছেলে। এঘটনায় মামলা দায়েরের পর রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,বাংলা চোলাইমদ তৈরি এবং বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা নাগাদ উপজেলার একডালা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের বরকত আলীর ছেলে আজাহার আলীর বাড়ী তল্লাশী করে ২০লিটার বাংলা চোলাইমদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে