রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৬:৪৫ পিএম
রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার রাতোয়াল দালানবাড়ী পাড়ার মজিবর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের পৃথক এই চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মজিবর রহমানের ছেলে দুলাল হোসেন জানান,প্রতিদিনের ন্যায় তিনি এবং তার বাবা শনিবার সন্ধায় বাড়ী সংলগ্ন পৃথক গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান দুটি গোয়াল ঘরের তালা কেটে দুলাল হোসেনের দুটি এবং তার বাবা মজিবর রহমানের দুটিসহ মোট চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ ৪০হাজার টাকা হবে বলে জানান দুলাল হোসেন। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে