বাবুগঞ্জে জেলের জালে ১০ কেজি ওজনের হাঙ্গর

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৪ মে, ২০২৫, ০৬:৫৪ পিএম
বাবুগঞ্জে জেলের জালে ১০ কেজি ওজনের হাঙ্গর

সুগন্ধা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে ১০ কেজি ওজনের একটি হাঙ্গর মাছ। রোববার ৪ মে সকাল ১০ টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের  দোয়ারিকা ফেরিঘাট ঘাট নামক জেলে পল্লী এলাকায় প্রায় ৩ ফুট লম্বা মাছটি নিয়ে আসা হয়।

জেলেরা জানান, রোববার সকালে সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরার জাল ফেলে স্থানীয় জেলে পল্লীর চুন্নু মাঝির জালে । ঘন্টাখানেক পরেই বিশাল আকৃতির প্রায় ১০ কেজি ওজনের হাঙ্গরটি জালে আটকা পড়ে। হাঙ্গরটি এই মৌসুমের বাচ্চা মাছ বলে ধারণা করছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে